যারা মহা বিশ্ব নিয়ে আগ্রহী তাদের জন্য আরেকটি বই। স্টিপেন হকিং এর Black Holes and Baby Universes and Other Essays বাংলা অনুবাদ। বইটি পড়ে পদার্থ বিজ্ঞান সম্পর্কে আরো কিছু ভালো ধারনা নিতে পারবেন। এখানে স্টিপেন হকিং এর শৈশব সম্পর্কে কিছু
তথ্য দেওয়া আছে, তাই বুঝতে পারবেন বিজ্ঞানীদের ইচ্ছে কেমন থাকে, তাদের পরিবেশ কেমন থাকে ইত্যাদি।
বই টি সম্পর্কে একটু বলি, স্টিপেন হকিং এর বাল্য কাল সম্পর্কে কিছু কাহিনী দেওয়া আছে। ( দেখুন নিজের সাথে মিলে যায় কিনা, তাহলে অন্তত বলতে পারবেন আমার সাথে স্টিপেন হকিং এর মিল আছে জানছ তোরা?? সুতরাং আমার সাথে ফাইজলামি অফ

) । তার সেই বিখ্যাত ও দূরারগ্য রোগ Amyotrophic lateral sclerosis
(ALS) ও তার অভিজ্ঞতা। তার বিখ্যাত বই A Brief History of Time এর সম্পর্কে কিছু সংখিপ্ত আলোচনা। মহাবিশ্ব উৎপত্তি সম্পর্কে ভিবিন্ন তত্ব। কৃষ্ণ গহবর ও মহা বিশ্বের উৎপত্তি। মহাবিশ্বের বর্তমান ও ভবিশ্যত । কৃষ্ণগ্রহের কনাবাদী বলবিদ্যা ও অন্যান্য থীওরি বা ধারনা ইত্যাদি।
ডাউনলোড লিঙ্কঃ
http://www.mediafire.com/?31djjjw5nkga1j0
No comments:
Post a Comment